আমির খানের চলচ্চিত্র নিয়ে উৎসব

আমির খান। ছবি:সংগ্রহীত

বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে সিনেমার পর্দায় যাত্রা এ অভিনেতার। অভিনয় করেছেন ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’, ‘ধুম’,‘পিকে’,‘দাঙ্গাল’-এর মতো জনপ্রিয় ছবিতে। ক্যারিয়ারে অর্জন করেছেন কোটি কোটি অনুরাগীর ভালোবাসা।  আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখবেন অভিনেতা। বিশেষ আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করা হবে এবারের জন্মদিন। খবর আনন্দবাজারের।  

গত রোববার  চিত্রনাট্যকার জাভেদ আখতার জানিয়েছেন, ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দেখতে পাবেন অনুরাগীরা। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে, ‘আমির খান: সিনেমা কা যাদুগর’।  

বলি তারকার জন্মদিন ঘিরে অনুষ্ঠান আয়োজন ঘোষণায় কেন জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় তার। এমনকি আমিরের ক্যারিয়ারে কবাস্টার সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি।’

জানা গেছে, আমির তার এবারের জন্মদিনে একটি জাঁকজমকপূর্ণ, তারকাখচিত পার্টির আয়োজন করবেন। যেখানে উপস্থিত থাকবেন সালমান খান, শাহখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর খান, হৃত্বিক রোশন, রানী মুখার্জি, সাইফ আলী খানের মতো তারকারা। 

আমির খানকে শেষবার দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। তাকে এবার দেখা যাবে ‘সিতারে জামিন পার’ সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *